Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডাটা ও ইন্টারনেট সেবা
বিস্তারিত

LLI (লিজড লাইন ইন্টারনেট) সেবা প্রদানের জন্যে বিটিসিএল এর দেশব্যাপী সর্ববৃহৎ অবকাঠামো রয়েছে যা সারাদেশে ইউনিয়ন পর্যন্ত উচ্চক্ষমতা সম্পন্ন রাউটার এবং সুইচযুক্ত অপটিকাল ফাইবার নেটওয়ার্ক সমন্বয়ে গঠিত

  •  ২৪X৭ অপারেশনাল সাপোর্ট
  •  দেশের সর্ববৃহৎ অবকাঠামো
  •  উচ্চ ক্ষমতাসম্পন্ন রাউটার এবং সুইচ সমন্বিত অপটিকাল ফাইবার নেটওয়ার্ক
  •  SEA-ME-WE4, SEA-ME-WE5 এবং ITC এর মাধ্যমে বিশ্বব্যাপী সংযুক্ত

 

বিটিসিএল LLI এবং সংশ্লিষ্ট সেবা হিসেবে কী প্রদান করে?

LLI বিটিসিএলের এর একটি এন্টারপ্রাইজ ইন্টারনেট সেবা। সাধারণতঃ অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে এ সেবার সংযোগ প্রদান করা হয়। সংযোগটি সম্পূর্ণ Dedicated, ফুল ডুপ্লেক্স যার রিয়েল আইপি অ্যাড্রেস এর মাধ্যমে সংযুক্ত। Latency খুব কম, নেই বললেই চলে।

 

বিটিসিএল আইপি অ্যাড্রেস হিসেবে কি প্রদান করে

বিদ্যমান লিজড লাইন ইন্টারনেট গ্রাহকদের জন্যে বিটিসিএল রিয়েল আইপি অ্যাড্রেস ভাড়া দিয়ে থাকে। আইপি ব্লক বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয় এবং প্রতিবছর সাবস্ক্রিপশন নবায়ন করতে হয়।

 

NIX এ কি ধরনের ইন্টারফেস আছে?

NIX সংযোগের জন্য সকল ধরনের ইন্টারফেস যেমন- FE, GE বা 10G কানেকটিভিটি বিটিসিএল এ রয়েছে।

 

ক্যাশ সেবা পেতে শর্তাবলি কি কি?

১. আইএসপি সংযোগের ব্যান্ডউইথ কমপক্ষে ১০০এমবিপিএস হতে হবে।

২. ইন্টারনেট ব্যান্ডউইথের অন্ততঃ ৫০% ক্যাশ ব্যান্ডউইথের হতে হবে।

 

কিভাবে LLI সংযোগের আবেদন করবেন?

১. কাংক্ষিত সংযোগের ব্যান্ডউইথের পরিমাণ এমবিপিএস-এ উল্লেখ করে ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্রডব্যান্ড -১, মগবাজার টেলিফোন ভবন, বিটিসিএল, মগবাজার, ঢাকা, বরাবর চিঠি/স্মারক/পত্র মারফত আবেদন করুন।সংযোগটি ৫ বছরের চুক্তিতে নেওয়া হলে সেটাও অবশ্যই চিঠি/স্মারক/পত্র উল্লেখ করতে হবে।

২. LLI সংযোগের অ্যাপ্লিকেশন ফর্ম এবং চুক্তি ফর্ম পূরণ করুন। (ফর্ম ডাউনলোড করুন এখান থেকে- http://www.btcl.com.bd/en/191/form)চিঠি/স্মারক/পত্র যথাযথ অনুমোদিত ব্যক্তি দ্বারা স্বাক্ষরকৃত হতে হবে।

 

আবেদনের সাথে আর কি কি ডকুমেন্ট লাগবে?

সরকারি নয় এরুপ গ্রাহকদের থেকে আরো কিছু ডকুমেন্ট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এগুলো হল-

  • ট্রেড লাইসেন্স, Memorandum of Article (অনুমোদিত ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে)
  • হালনাগাদকৃত TIN সার্টিফিকেট এবং TAX সার্টিফিকেট
  • জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের রঙিন মুদ্রিত অনুলিপি
  • অনুমোদিত ব্যক্তির সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • হালনাগাদকৃত ভ্যাট রেজিস্ট্রেশন এবং ভ্যাট সার্টিফিকেট (যদি থাকে)
  • বাড়ি/ অফিস ভাড়া এর দলিল
  • বিটিআরসি লাইসেন্সের সমস্ত পৃষ্ঠা (কেবলমাত্র আইএসপি / আইআইজি / সাইবার ক্যাফেতে প্রযোজ্য) লাইসেন্সের মূল কপিটিও দেখানো দরকার।

** সকল ডকুমেন্ট অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে।

 

LLI সেবার অভিযোগ / জিজ্ঞাসা কোথায় করবেন?

নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (নক) কক্ষ, মগবাজার টেলিফোন ভবন, বিটিসিএল, মগবাজার, ঢাকা-১২১৭
২৪X৭ হটলাইন নম্বরঃ ০২-৫৮৩১২৩৪৫