Wellcome to National Portal
Main Comtent Skiped

আইসিএক্স ও আইজিডব্লিউ

বিটিসিএল আইসিএক্স ও আইজিডব্লিউ

দেশের সকল মোবাইল অপারেটর, আইওএস অপারেটর এবং বড় আইপিটিএসপি/ পিএসটিএন অপারেটরদের সেবাপ্রদান করে থাকে। অ্যাক্সেস লেভেলে অপারেটর এবং আন্তর্জাতিক ভয়েস ক্যারিয়ারদের মধ্যে লোকাল ভয়েস কলসহ আন্তর্জাতিক ইনকামিং, আউটগোয়িং এবং রোমিং ভয়েস কলের ক্ষেত্রে সুইচিং এবং রাউটিং সেবা প্রদান করা হয়।


  • সকল মোবাইল অপারেটর এবং কলসেন্টারের সাথে সংযুক্ত
  • প্রধান প্রধান আইএসপি, কেবল অপারেটর এবং আইপিটিএসপি-র সাথে সংযুক্ত
  • দেশের সকল আইজিডব্লিউ এর সাথে সংযুক্ত

প্রয়োজনে যোগাযোগ

আইসিএক্স/আইজিডব্লিউ সেবাসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন মহাব্যবস্থাপক(আন্তর্জাতিক), বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়, টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

ফোন: ০২-৯৩২০১১৫, ফ্যাক্স: ০২-৯৩২০১১৬, ইমেইল: btcl.intl@btcl.gov.bd, btcl.int@gmail.com



সেবা সম্পর্কে

রাউটিং সুবিধা(লোকাল) 

অপারেটরদের মধ্যে কল রাউটিং এর সময় কোনোরকম লসছাড়া উন্নত ভয়েস কোয়ালিটি প্রদান করে।

রাউটিং সুবিধা (আন্তর্জাতিক)

আইজিডব্লিউ এবং অপারেটরগুলোর মধ্যে সকল আন্তর্জাতিক (আউটবাউন্ড এবং ইনবাউন্ড) কলের জন্যে সর্বোত্তম রাউটিং সরবরাহ করা।

মূল বৈশিষ্ট্য

বিটিসিএল এমএনপি অপারেটরকে ন্যাশনাল মনিটরিং সেল (এনএমসি), স্থানীয় এবং আন্তর্জাতিক টোল ফ্রি সেবা, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) এর জন্য ডেটা সরবরাহ করে। আইওএস, আইসিএক্স, এএনএস অপারেটর এবং আইপিটিএসপির মধ্যে সংযোগের অবকাঠামো সরবরাহ করে।

CDR এবং কারিগরি সহায়তা

বিটিসিএল প্রযুক্তিগত টিম যেকোন ইস্যুতে সহায়তা প্রদান করে। বিটিসিএল আইজিডব্লিউ, আইসিএক্স এবং এএনএস লেভেলে কল ডিটেইলস রেকর্ডস (সিডিআর) জেনারেট করে। প্রতিদিন আনুমানিক ১১-১৪ মিলিয়ন মিনিট লোকাল এবং ৮ মিলিয়ন মিনিট আন্তর্জাতিক কল পরিচালনা করা হয়।